Salah
Salah means Duaa. Invocation কুরআনের বাহিরের হাদিসের অপ্রয়োজনিয়তা যারা দাবি করেন কুরআনের বাহিরের হাদিস ব্যতিত পাচ সময়ের সলাহ আদায় সম্ভব নয় তারা নিচে বর্নিত কুরআনের হাদিসসমুহ অধ্যয়ন করুন। এছাড়াও সুরহ মাইদাহের ছয় নমবর বাক্য ও সুরহ মুজ্জামিল , মুদ্দাসসিরসহ কুরআন অধ্যয়ন করুন। তাহলে ইনশাআললাহ সলাহ যে কেবল পাচ সময়ের আনুষ্টানিকতা নয় তা বুঝতে পারবেন। সলাহতে কুরআনের দুআসমুহ পাঠ করা উচিত। যারা দৈনিক ১৭ রকাআত ফারদ সলাহতের প্রমান চান। তারা সুরহ ইমরনের ১৫৯ , সুরহ আশ শুরর ৩৮ এবং সুরহ হাদিদের ২৭ নমবর বাক্য অধ্যয়ন করুন। সুরহ ইমরনঃ ৪৩ ) হে মার ইয়াম তোমার রবের ফরমানের অনুগত হয়ে থাকো৷ তাঁর সামনে সিজদানত হও এবং যেসব বান্দা তাঁর সামনে অবনত হয় তুমিও তাদের সাথে অবনত হও । ( এই বাক্য প্রমান করে জামাতে সলাহ আদায়ের গুরত্ব পুরুষ নারির জন্য সমান ) সুরহ বাকরহঃ ৪৩ ) সলাহ প্রতিষ্টা করো , যাকাত দাও এবং যারা আমার সামনে অবনত হচ্ছে তাদের সাথে তোমরাও অবনত হও । ৪৫ ) সবর ও সলাহ সহকারে সাহায্য নাও নিসন্দেহে সলাহ বড়ই কঠিন কাজ , ৪৬ ) কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য কঠিন নয় যারা মনে করে , সবশেষে তাদের মিলতে হবে তাদে...