Posts
Showing posts from October 17, 2022
My Facebook Collection 40-50
- Get link
- X
- Other Apps
কুরআনের বাহিরের হাদিসের অপ্রয়োজনিয়তা, প্রমান ৫০, অর্ধশতঃ ২০-আগষ্ট-২০২৩ইং, ৩ সাফার ১৪৪৫ হিজরি। ৩২ নম্বর, সুরহ সিজদাহঃ ২২) আর তার চেয়ে বড় জালেম কে হবে যাকে তার রবের আইয়াতের সাহায্যে উপদেশ দেয়া হয় এবং সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? এই ধরনের অপরাধীদের থেকে তো আমি প্রতিশোধ নেবোই। ২৫) নিশ্চিতই তোমার রবই কিয়ামতের দিন সেসব কথার ফায়সালা করে দেবেন যেগুলোর ব্যাপারে তারা পরস্পর মতবিরোধে লিপ্ত থেকেছে। ১৩) যদি আমি চাইতাম তাহলে পূর্বাহ্নেই প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দিয়ে দিতাম। কিন্তু আমার সে কথা পূর্ণ হয়ে গেছে, যা আমি বলেছিলাম যে, আমি জাহান্নাম জিন ও মানুষ দিয়ে ভরে দেবো। ৯) তারপর মানুষকে সর্বাঙ্গ সুন্দর করেছেন এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন আর তোমাদের কান, চোখ ও হৃদয় দিয়েছেন, তোমরা খুব কমই আললাহ র' দানের কৃতজ্ঞতা প্রকাশ করো। ১৫) আমার আয়াতের প্রতি তো তারাই ঈমান আনে যাদেরকে আইয়াহসমুহ শুনিযে যখন উপদেশ দেয়া হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং নিজেদের রবের প্রশংসা সহকারে তার মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। ১৬) তাদের পিঠ থাকে বিছানা থেকে আলাদা, নিজেদের রবকে ডাকে আশংকা ও আকাঙ্ক্ষা সহকারে এবং যা...