My Facebook Collections 1 to 10
কুরআনের দুআ আমালের গুরত্ব প্রকাশ তারিখঃ জানুয়ারি ২৮, ২০২১ইং কুরআনের বাহিরের হাদিসের অপ্রয়োজনিয়তা প্রমান একঃ আমরা অধিকাংশ মুসলিম যারা পাচ সময়ের সলাহ পড়ি তারা জানি যে আললাহুম্মা আজিরনি মিনান্নার অর্থ আললাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দুআটি ফাজার ও মাগরিবের ফারদ সলাহ শেষে সাতবার করে পাঠ করার হাদিস আছে। এই দুআটি সুরহ ফুরকনের ৬৫ ও ৬৬ নম্বর বাক্যসহ কুরআনের আরও কিছু বাক্য দ্বারা গঠন করা হয়েছে। সুরহ ফুরকনের ৬৪ নম্বর বাক্যে এই দুআটি সিজদাহতে পড়ার নির্দেশ আললাহ দিয়েছেন। সুরহ ফুরকনঃ ৬৫) তারা দোয়া করতে থাকেঃ “হে আমাদের রব ! জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন, তার আযাব তো সর্বনাশা৷ ৬৬) আশ্রয়স্থল ও আবাস হি্সেবে তা বড়ই নিকৃষ্ট জায়গা৷” সংগ্রহঃ তাই কুরআনের বাহিরের অধিকাংশ হাদিস মিথ্যা হলেও সকল হাদিস মিথ্যা নয়। অনেক সঠিক হাদিস আছে। কিনতু তা সবই কুরআনে আছে। তাই অবশ্যই কুরআন থেকেই সে জ্ঞান নিতে হবে। কারন কুরআন আললাহ র বই। বাংলায় প্রবাদ আছে মায়ের চাইতে খালার দরদ বেশি নয়। ঠিক তেমনই স্রষ্টা এক আললাহ র চাইতে সৃষ্টির ভালোবাসা বেশি হতে পারে না। https://youtu.be/o7TP8P-IZ...