Bangla
" সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম "___ আমাদের নাবি ও রসুল সালামুন আলা মুহামমাদের নামের পরে পাঠ করা প্রচলিত দুরুদ ( সালাম অর্থাত দুআ করা ) নামক এই বাক্যটি, সললুর সাথে 'আল্লাহ' নামটি যোগ করে, পারা ২২, সুরহ আহযাব, সুরহ নমবর ৩৩, আ-ইয়াত নম্বর ৫৬র শেষ অংশ থেকে সংগ্রহ করা হয়েছে। আমাদের জানা থাকা উচিত যে দুরুদ, নামায ও রোযা এই তিনটি শব্দ আরবি ভাষা নয়। দুরুদ, নামায, রোযা এই তিনটিই ফারসি ভাষার শব্দ। দুরুদের আরবি অর্থ সালাম জানানো অর্থাত কল্যানের জন্য দুআ করা, নামাযের আরবি অর্থ সলাহ এবং রোযার আরবি অর্থ সি-ইয়াম এবং ফারদ সিইয়ামের মাসের নাম রমাদন। সিইয়ামের শাব্দিক অর্থ খাদ্য গ্রহন ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। প্রচলিত সালামের বিপরিতে সহজ উচ্চারন ও ছোট হওয়ায় পারা ১৯, সুরহ নামাল, সুরহ নম্বর ২৭, পাঁচ নম্বর রুকুর ৫৯ নম্বর আইয়াত এবং পারা ২৩, সুরহ সফফাত, সুরহ নমবর ৩৭, তিন, চার ও পাঁচ নমবর আইন বা রুকুর ৭৯, ১০৯, ১২০, ১৩০ ও ১৮১ নমবর আইয়াত সমুহের নিয়মে সালামুন আলা পাঠ করা যায়। সালামুন অর্থ আল্লাহ র শান্তি এবং আলা অর্থ তাঁর প্রতি। সল্লাল্লাহু অর্থ আল্লাহ র ভালোবাসা, ক্ষমা, দয়া, ...