কুরআন থেকে আমাদের স্রষ্টা এক আললাহ র আদেশ নিষেধের জ্ঞান অর্জন করে, বাস্তবায়ন করি
২ নম্বর, সুরহ বা-ক-রহঃ ২৫৫) আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা যিনি সমগ্র বিশ্ব-জাহানের দায়িত্বভার বহন করছেন , তিনি ছাড়া আর কোন ইলাহ নেই ৷ তিনি ঘুমান না এবং তন্দ্রাও তাঁকে স্পর্শ করে না। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সবই তাঁর ৷ কে আছে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন এবং যা কিছু তাদের অগোচরে আছে সে সম্পর্কে তিনি অবগত ৷ তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ব করতে পারে না। তাঁর কর্তৃত্ব আকাশ ও পৃথিবী ব্যাপী। এগুলোর রক্ষণাবেক্ষন তাঁকে ক্লান্ত পরিশ্রান্ত করে না ৷ মূলত তিনিই এক মহান ও শ্রেষ্ঠ সত্তা। ২) এটি 'আললাহ র' কুরআন/কিতাব, এর মধ্যে কোন সন্দেহ নেই। এটি হিদায়াত ( হিদাইয়াত অর্থ জিবন কি ও কেন? জিবন কিভাবে পরিচালিত করতে হবে সেই শিক্ষা দেয়। তাই প্রত্যেক মুসলিমকে কুরআন অর্থসহ বুঝে পাঠ করতে হবে। নয়তো পাপ হবে ) সেই ‘মুত্তাকী’দের জন্য ৩) যারা অদৃশ্যে বিশ্বাস করে, সলাহ প্রতিষ্টা করে ৪) এবং যে রিযিক আমি তাদেরকে দি...